গোজা মিলে কাজ চলবে না সোজা পথে চল।
তোর মনটা যে কোন ঠাসা করে বন্ধ রাখে গৃহ তল।।
তোর গোপন কর্ম কেউ জানে না মনে তাই মানিস
তোর আগে যে এক জন জানে তা কি তুই জানিস;
তুই ছলে বসে যাহা আনিস
সকলি হবে বিফল।।
পরকে ফাঁকি দিয়ে করিস তোর বুদ্ধির বড়াই
তুই যে পড়লি ফাঁকিতে তা বুঝতে পারিস নাই;
তোর মত কেউ অবুঝ আর নাই
বুঝিস না নিজের মঙ্গল।।
পরের ঘরে সিঁধ কেটে এলি চুরি করে
তুই ভাবিস যে চোর বলে কেউ ধরবে না তোরে;
তোর পিছনে ঘুরতেছে জোরে
যমরাজার সেই যাঁতাকল।।
সকলেই তো বহন করে স্বার্থ সিদ্ধির চাপ
পরের অনর্থ ঘটায় স্বার্থ উদ্ধার পাপ;
পাগল বিজয় বলে, সেই পাপের মাফ
শুধুমাত্র চোখের জল।।