গোপালকে আজ মারলি গো
গোপালকে আজ মারলি গো মা কোন পরাণে।
সে কি সামান্য ছেলে মা তুই ভাবলি মনে।।
দেবেরও দুর্লভ গোপাল
চিনে নাই যার ফ্যারে কপাল,
ও মা, যে চরণ পাওয়ার আশায়
শ্মশানবাসী হয়,
দেবের দেব শিব পঞ্চাননে।।
একদিন যার ধেনু হরে
নিলেন ব্রহ্মা পাতালপুরে,
ও মা, তাতে ব্রহ্মা দোষী হয়
সবাই জানতে পায়,
তুমি জানো না এই বৃন্দাবনে।।
যোগীন্দ্র মণিন্দ্র আদি
যোগ সেধে না পায় নিধি,
ও মা, সেই কৃষ্ণধন
তোমার যে পালন,
ফকির লালন বলে একি ঘোর এখানে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….