গোষ্ঠে বিদায় দিব না গোপালে।
আজকার মন ধেনু লয়ে তোরাই যা সকলে।।
সু-কোমল শ্যাম কলেবরে
রবির তাপ না সইতে পাের ( সুবল-রে)
চলতে নারে কুশাঙ্কুরে
বিঁধে চরণ তলে।।
বনে ঘুরে নিতি নিতি
যাতনায় কাতর অতি (হায় রে)
ঘুমায় না সারারাতি
ছিল আমার কোলে।।
করিয়া বহু সাধনা
পেয়েছি এই কেলে সোনা (হায় রে)
শূন্য গৃহে থাকা যায় না
কৃষ্ণ না হেরিলে।।
গৃহে রেখে পীতাম্বরে
লয়ে যা দাস পীতাম্বরে (সুবল রে)
পদ সেবায় রাখবি তারে
ব্রজের সব রাখালে।।