গৌরতত্ত্ব সংক্ষেপেতে করিনু বর্ণন।
মনোযোগ দিয়া শুন যত ভক্তগণ।।
এবে কহি কৃষ্ণতত্ত্বসারামৃত কথা।
ভক্তিগ্রন্থে বর্ণিয়াছে সাধুগণ যথা।।
জিলা নোয়াখালী, ফেনী থাকার মাঝার।
রামনগর নামে গ্রাম বিখ্যাত অপার।।
বৃন্দাবন সোম সুত অশ্বিনীকুমার।
কর্ম্মব্যস্ততায় থাকি ফেনীর মাঝার।।
ঝঞ্ঝাটে পড়িয়া সেই আসিয়া সম্প্রতি।
দমদম মহাজাতি নগরে বসিত।।
শ্রীগুরু শ্রীচরণ কবি অভিলাষ।
অশ্বিনী হইল ক্রমে শ্রীচরণ দাস।।
নবদ্বীপ মায়া পুরে রাখাল-জীবন।
গোস্বামীর পদাম্বুজেলয়েছি শরণ।।
ভবনদী ঢেউ দেখি পাই মনে ত্রাস।
শ্রীগুরুর চরণ মাগে শ্রীচরণ দাস।
এতদূরে গৌরত্ত্ত্ব হল সমাপন।
হরি হরি বল সবে যত ভক্তগণ।।