গৌর আমার কলির আচার বিচার
গৌর আমার কলির আচার বিচার
কি আইন আনিলে,
কি ভাবে হয়ে বৈরাগী গৌর
কুলের আচার-বিচার সব ত্যাজিলে।।
হরি বলে গৌর রাই প্রেমে আকুল হয়
নয়নের জলে বদন ভেসে যায়,
দেখে উহার দশা সবাই জ্ঞান নৈরাশা
আপনি কেঁদে জগতকে কাঁদালে।।
এ ভাব জীবের সম্ভব নয় দেখে লাগে ভয়
চন্ডালেরে প্রভু আলিঙ্গন দেয়,
নাই জাতের বোল বলে হরিবোল
বেদ পুরাণাদি সব ছাড়িলে।।
গৌর সিংহের হুংকার ছাড়েন বারেবার
নদীয়াবাসী সব কাঁপে থরথর,
প্রেমতত্ত্ব রাগতত্ত্ব জানালে সব অর্থ
লালন কয় ঘটলো না মোর কপালে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….