গৌর আমার জাত মারিয়াছে
গৌর যার ঘরে যায় তার ঘরে খায়
তার কি কুলের বিচার আছে।
প্রেমের বাতাস লাগল যার গায় কুলরাখা হইল বিষম দায়।
এগো কুলের মুখে ছাই দিয়াছি–গৌরচান পাইবার আশে।
আমার মত কলঙ্কিনী নাই ত্ৰিজগতের মাঝে
এগো কুল গেল কলঙ্ক রইল পাগল বলবে লোকসমাজে।
ভাইবে রাধারমণ বলে গৌররূপে মন ভুলে।
পাইতাম যদি গৌর চরণ স্থান দিতাম হৃদয় মাঝারে।