গৌর কি আইন আনিলেন নদীয়ায়
গৌর কি আইন আনিলেন নদীয়ায়
এ তো জীবের সম্ভব নয়,
আনকা আচার আনকা বিচার
দেখে শুনে লাগে ভয়।।
ধর্মাধর্ম বলিতে
কিছু মাত্র নাইকো তাতে
প্রেমের গুন গায়;
জাতের বোল রাখে না সে তো
করলো একাকারময়।।
শুদ্ধাশুদ্ধ নাই জ্ঞান
সাতবার খেয়ে একবার স্নান
করে সদাই;
আবার অশুদ্ধকে শুদ্ধ করে
জীবে যা না ছোঁয় ঘৃণায়।।
যবন ছিল কবির খাস
তাঁরে প্রভুপদে দাস
করলে গৌর রাই;
লালন বলে যবন বংশে
জামালকে বৈরাগ্য দেয়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….