গৌর কীর্ত্তন
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর হে।
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর হে।।
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর রক্ষমাং।
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর পাহিমাং।।
সংকীর্ত্তন
(ভজ) শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ।
রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, দয়া কর রাখে গোবিন্দ।
গৌর গান
(দয়াল) নিতাই গৌরাঙ্গে, নিয়ে সাঙ্গোপাঙ্গ
নদীয়া নগরে করে হরি নামকীর্ত্তন।
হরি বোল বলিয়া, নাচে বাহু তুলিয়া।
নামগুণে কেঁদে উঠে পাষাণেরি মন।।
(গোরার) অন্তরে কালরূপ, বাহিরে গৌরায়্গ রূপ
রাইরূপে ঢাকা অঙ্গ বাঁকা দুই নয়ন।
তেমনি প্রায় নিতাই, মিলিয়াছে দুটি ভাই
একসঙ্গে শোভা যেন মণি আর কাঞ্চন।।
হ’ বলিতে গোরা, চক্ষে বহে ধারা
রি’ বলিয়ে ধরামাঝে হয় সে পতন।
ক্ষণেকে উঠিয়া, হরি বোল বলিয়া
ভক্তগণে করে (গৌর) প্রেম-আলিঙ্গন।।
(যত) নৈদা পুরাবাসী, প্রেমানন্দে ভাসি।
খোল করতালে করে নাম সংকীর্ত্তন।
কেহ নাচে কেহ গায়, কেহ গড়াগড়ি যায়
মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছে ভক্তগণ।।
(নৈদের) পশুপক্ষী লতা, শুনে হরি কথা
আনন্দভরে করে প্রেম আস্ফালন।
(আহা) কি নাম মরি মরি! বোবায় বলে হরি
অন্ধ মিলিয়া চায় দুইটি নয়ন।।
যত পাপ করে, তত পাপ হরে
একবার করে যেবা হরিনাম কীর্ত্তন।
(কহে) দীন শ্রীচরণ, মুই অভাজন
হেন হরিনামে কেন মজিল না মন।।