গৌর প্রেম করবি যদি ও নাগরী
গৌর প্রেম করবি যদি ও নাগরী
কূলের গৌরব আর করো না,
কূলের লোভে মান বাড়াবি
কূল হারাবি গৌর চাঁদ দেখা দেবে না।।
ফুল ছিটাও বনে বনে- মনে মনে
বনমালীর ভাব জানোনা,
চৌদ্দ বছর বনে বনে- রামের সনে
সীতা, লক্ষণ এই তিন জনা।।
যত সব টাকা কড়ি- এ ঘর বাড়ি
কিছুই তো সঙ্গে যাবেনা,
মরলে পাস কড়াকড়ি- তুলসী, দড়ি
কাঠ খরি আর চট বিছানা।।
গৌরের সঙ্গে যাবি- দাসী হবি
এটাই মনে কর বাসনা,
লালন কয়, মনে প্রাণে-এতই টানে
ঐ পিরিতের খেদ মেটেনা।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….