(তাল-একতালা)
গৌর প্রেম লেগেছে যারে গো।
সপে গৌর পদে মন, সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে।
কাজের পাগল প্রেমেতে বিভোল, কে বেঁধে রাখিবে তারে,
দারুণ শৃঙ্খলে বাঁধিল রাখিতে নারিল, শ্রীরঘুনাথ দাসেরে।
প্রতি দ্বারে দ্বারে রাখিয়া প্রহরী, সনাতন রাখে ঘরে,
বেঁধে রাখিতে পারে না, পারেতে ঠেকে না, কুম্ভিরিনী পার করে।
প্রেম যে করিল নামেতে মাতিল, ডুবিল রূপ সাগরে,
গোরাচাঁদের এমনি গুণ, কিসে তাঁর বিগুণ, কে বিঘ্ন ঘটাবে তাঁরে।
প্রেমরস সোহাগায় বানাগ্নি, যে জ্বালায় হেমকান্তি যে দেয় ধরে,
সে যে গলিল আপনে, বিশুদ্ধ লবণে, কাঁচা হাড়ি যেন জারে।
গোঁসাই গোলক সেই লক্ষ্যবানে জয়ী পাইল হরিচাঁদেরে,
ঘুচে তারকের বিষাদ, গোঁসাই গুরুচাঁদ, এবার যদি দয়া করে।