কি মজার গড়েছে হাওয়া-গাড়ী
আমি তার হাজার তারিফ করি,
গাড়ীর মধ্যে গাড়ীর গঠন
গড়েছে কোন্ ফকিরী,
আট কুঁঠুরী, নয় দরজা, ষোল জন রেখেছে প্রহরী।
তীর্থধাম গাড়ির ভিতরে আছে, শুনেছি মুরশিদের মুখে;
আরও বাহান্ন ধাম শাস্ত্রে প্রমাণ-কোন্ ধামে কে আছে?
কোন্ ধামে কে বিরাজ করে-শুধাইলাম বয়াতিরও কাছে
কোন ধামে আছে মধুর বৃন্দাবান,
কোন্ ধামে আছে মধুসূদন,
কোন্ ধামেতে ব্রহ্মার আসন,
কোন্ ধামে পঞ্চানন,
পাগল কানাই বলে-ওরে আমার মন
কোন্ ধামে লাগে চন্দ্রগ্রহণ।
:: মুরশিদী