ঘরের সর্বনাশ করলি তুই পরের সাথে মিশে
তুই যার ত্যেজে মজেছিস অসার
সংসার বিষয় বিষে।।
জঞ্জালে জড়ায়েছিস এক মায়ার জাল বুনে
চিরদিন পরাধীন হয়ে দিন যায় দিন গুনে;
তুই পরকাল খোয়ালি শুনে
পরের পরামিশে।।
রূপে আঁকা রসে মাখা জগত পেয়েছিস
যার কৃপায় এই সব পেলি তারে কি দিয়েছিস;
তুই পাওয়ার নেশায় হারায়েছিস
চলার পথের দিশে।।
এতো পেলি তবু মনের অভাব সারলি না
অভাবে যে স্বভাব নষ্ট বুঝতে পারলি না;
তুই ভাবির বাব করলি না
তোর অবাব যাবে কি সে।।
ধনের চেয়ে মনের অভাব বেশি যখন হয়
ত্রিতালায় বাস করে সে জ্বলে ত্রিতাপ জ্বালায়;
কতো মানুষে থাকে গাছতলায়
মনের হরিষে।।
পাগল বিজয় বলে ভাবে কিংবা অভাবে থাকি
স্বভাব সুন্দর করে যেন তাহারে ডাকি;
যেন সব রূপে তার স্বরূপ দেখি
আঁখি অনিমেষ।।