ভবঘুরেকথা
রজ্জব দেওয়ান

আমি ঘর বেঁধেছি বালুর চরে।
পার ভাঙিয়া নেয় সাগরে
ভাঙন নদীর তীরে রে মন।।

মহাজনের চালান লইয়া
আইলাম লাভের আশায় তরী বাইয়া
ঠেকল মধ্যের চরে রে তরী;
মধন মাঝি আর মন ব্যাপারি
ছাড়ল তরী যুক্তি করে।।

অকূল নদীর অথই জলে
উতাল পাথাল ঢেউ খেলে রে
ভাণ্ড মালের কূলে রে মন;
স্রোতের টানে ঘূর্ণিপাকে
মাঝি মরে নৌকা ডুবে।।

অকূল নদীর বিষম তুফান
মাঝে মাঝে ডাকে যে বান
বসন্তের জোয়ারে রে মন;
লটের চরে ছয় জন চোরে
ধনরত্ন সব নিল হরে।।

মন মাঝি তোর তরী সামাল
ওপারে মায়াবিনী রাক্ষসের খাল
ফাঁদ পেতে চাঁদ ধরে রে হায়;
দয়াল কাঁদির চান্দে কয়
অসময়য়ে জাইছ না রজ্জব কাম সাগরের পারে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!