( তাল-খেম্টা)
ঘুচবে তোর ভব যন্ত্রনা,
কল্প বৃক্ষ মূলে যেয়ে কর কামনা।
সবে প্রেমানন্দে নেচে গেয়ে, কর পূজা অর্চ্চনা।।
১। কল্প বৃক্ষে আছেন গুরু, পরম দয়াল,
যে ফল যে কল্পনা করে, মিলে তার সেই ফল।
জীবের ফ’রাতে কল্পনা ধরায়, এল হরি কেলেসোনা।।
২। বিবেক সিন্দুর, ভক্তি চন্দ্রন, দিয়ে বৃক্ষের গায়,
কামপাঠাকে বলি দিও, ঐ বৃক্ষের তলায়।
জ্বেলে জ্ঞানের বাতি কর স্তুতি, প্রেম স্বরে প্রার্থনা।।
৩। ভবে এসে হিংসা দ্বেশে, করলি কাল যাপন,
(মনের) ফেলে গরল হয়ে সরল, ভাবে হও মগন।
খেও ভাবের ঘরে প্রেমের মধু, গরল খেয়ে দৈরনা।।
৪। আদিত্য কয় গুন, কয় আত্মদান, ও দীনা নর্ব্বর
(তবে) কল্পতরু পরম দয়াল মিলবে এসে তোর।
হরি গোসাইর চরণ রাখিস্ স্মরণ, ভব বন্ধন রবেনা।।
……………………………
লোকশিক্ষা
রাগিনী-লম্পট