ভবঘুরেকথা
মহাত্মা ফকির লালন সাঁইজি

চরণ পাই যেন অন্তিমকালে।
ফেলো না দূর অধম বলে।।

সাধলে পাবো চরণ তোমার
সে-ক্ষমতা নাই গো আমার,
দয়াল নাম শুনিয়ে আশায়
চেয়ে আছি কাঙ্গালে।।

জগাই-মাধাই পাপী ছিল
কাধা ফেলে গায় মারিল,
তাহে প্রভুর দয়া হল
দয়া কর সেই হালে।।

ভারত-পুরাণেতে শুনি
পতিতপাবন নামের ধ্বনি,
লালন বলে সত্য জানি
এই অধীনে চরণ দিলে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!