চরা নদীর খরার টানে
ধরেছে ভাঙ্গন
পিছনে লেগেছে কাল সমন।।
ভাঙ্গোনে পইরাছে বাড়ি
কই পালাবি মন বেপারি
কালবৈশাখে উঠল ঝড়ি
হবে সকলই হরণ
পিছনে লেগেছে কাল সমন।।
মন তুমি এমনি পশু
বুঝাইলেনা বুঝ কিছু
তোর মানব জীবন গেল
শুধু পশুরই মতন
পিছনে লেগেছে কাল সমন।।
মন তুমি তাই জান না
বিশালে মেরেছে হানা
মাতাল রাজ্জাকের শেষ গান
বাজে না জনমের মতন
পিছনে লেগেছে কাল সমন।।