চলগো সখী জল আনিতে
গিয়ে যমুনায় জলের ছায়ায় কদম্ব তলায় প্রেম খেলিতে।।
আমি প্রেমেরই পিয়াসী কঁখে নিয়ে কলসী হইলাম রওয়ানা জল ভরিতে।
আমার মনেরই আশা বন্ধের ভালবাসা খেলিতে পাশা কালারই সাথে।
এমন পাষাণো মারিয়া প্ৰেমবাণো ভুলিয়া রইলো কার কুঞ্জেতে।
আমার যৌবন হল শেষ প্ৰাণবন্ধু বিদেশ ঝাপ দিবো এখন যমুনার জলেতে।
আমার মরণকালে তোরা সবে মিলে যমুনারই জলে যাইও আমার সাথে।
আমার জিয়ান—মরণ কয় রাধারমণ সকলই অসার পাইলাম না তপস্যা করিতে।