চলরে মন মাইজভান্ডারে খেলতে প্রেম খেলা।
মাইজভান্ডারী বাবা আমার নূরের পুতুলা।।
আউলিয়া যোগী সন্ন্যাসী, খেলা খেলে দিবানিশি।
হুরপরী ফেরেস্তা আসি খেলায় উতলা।।
যে গিয়াছে খেলার মাঠে, আনন্দে প্রাণ নেচে উঠে।
(ও) তার হৃদয় চক্ষু ফুটে দেখে নূর উজলা।।
মায়ার ফেরে অন্ধকারে দিন কাটাইলাম হেলা করে।
খেলার শরীক হতে নারে রমেশ পাগলা।।