চলরে মন সাধুর বাজারে সাধুর সংগতি কইলে
পাইবে শ্যাম বন্ধুরে।।
হেলায় হেলায় জনম গেল হিসাব দিন ফুরিয়ে এল
বেলা তো ডুবিয়া গেল। আমি রইলাম ভবের ঘোরে।।
যার গলে প্রেমের হার গুরুপদে মতি তার
গুরুর কৃপা হলে পরে সে যাইবে সহজে তরে।।
চিনরে মন গুরুধন দিন কটালে অকারণ
গুরু বিনে নিদান কালে কে সুধাইবে তোরে।।
ভাইবে রাধারমণ বলে দিন গেল রে অবহেলে
গুরুপদে মতি আমার একদিনও হইল নারে।।