(তাল – কারফা)
চলরে স্বদলে সেই ভজন বাদীর রণস্থলে।
এ রণে না জয়ী হইলে, পড়বিরে বিষম গোলমালে।।
কর রণের ষড়যন্ত্র, শুদ্ধ রেখ হৃদয় যন্ত্র,
ছেড়ে অন্য তন্ত্রমন্ত্র (হরি) নামের কামান লওরে তুলে।।
শ্রদ্ধা রথে কর রথী, বিবেক বন্ধ সেনাপতি;
মন পবন কর সারথি, চলরে রথ তালে তালে।।
রণে পাঠাও মন মাতঙ্গ, রণে যেন দেয় না ভঙ্গ,
বিপক্ষের সেনা অনঙ্গম, যেন তার রণে পড়েনা ঢলে।।
অনুরাগকে পাঠাও রণে, যুদ্ধ করুক ক্রোধের সনে;
বিনাশ করুক সহজ বাণে, মঙ্কা যায় সেই ক্রোধ মলে।।
লোভ মোহ মদ মাৎসর্য্য, তারে মারুক ধৈর্য্য সহ্য,
হবে দেহে সিংহ বীর্য্য, গুরুর পদে প্রাণ সঁপিলে।।
অশ্বিনী তোর কিসের সন্দ, সহায় গুরু মহানন্দ,
শক্তি দিচ্ছে গোলোকচন্দ্র, যার হুঙ্কারে পাষাণ গলে।।