চল গো সব সহচরী জল আনিতে যাই
শীতল গহিন যমুনায়।।
শীতল কালিন্দী তীরে মোহন মধুর স্বরে
বাজায় বাঁশি শ্যামনগরে তারে হেরে জুড়াইব কায়।।
বিশখা পটেতে লেখি নিল মনপ্রাণ আঁখি
দেহমাত্র ছিল বাকি তারে রাখা হইল বিষম দায়।।
ডালে বৈসে বাজায় বেণু তারে দেখলে শীতল তনু
তারে না দেখিলে প্ৰাণ যায়।।
কাখে কুম্ভ হস্তে ঝারি চলিলা ব্ৰজনাগরী
শ্যাম অনুরাগ ধরি রাধারমণ গায়।।