(তাল-গড়খেমটা)
চল ভাই চলরে চলরে আনন্দ মেলায়।
পাগলের আনন্দ মেলা, পাগলচাঁদের খেলা।
দেখবি যদি নাই বিবাদী, এই বেলা কর মেলা রে।।
অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে এই একদিন।
তোদের এ দিন যদি যায় গো বৃথা, আর পাবি না দিন রে।।
যাস যদি পাগলের মেলায়, ধর পাগলের বুলি।
ছিল জয় হরি বল গৌর হরি বল সেই পাগলের বুলি রে।।
রাই চরণ ভাণ্ডারী মেলায়, মুচ্ছিদ মহানন্দ।
তারকের ভাগ্যে কবে হবে, এই মেলার আনন্দ রে।।