চাঁন্দের বাজারে বন্ধু থাকে।
বিজুলি জিনিয়া রূপ, দ্বিদলে ঝলকে রে।।
যে চাঁন্দের ক্ষয় নাই, সেই চাঁন্দে ঠাই
এই চাঁদ আকাশেতে চাই, নাহি পাই,
নাহি পাই-নাহি পাই-নাহি পাই
খুব নিকটে আপন ঘটে, নিষ্ঠা রতি যে রাখে।।
নিকুঞ্জেতে বারাম হয়, জানিও নিশ্চয়
ও সে সত্য রসময় দয়াময়,
দয়াময়-দয়াময়-দয়াময়
সুন্দরের তুলনা হয় না, দর্শন করে প্রেমিকে।।
আমির উদ্দিন দেখতে চায়, মুর্শিদের কথায়
অসাধ্য সাধনায়, হায়রে হায়,
হায়রে হায়-হায়রে হায়-হায়রে হায়
সবের কি আর ভাগ্যে জুটে, দু-এক জনে পায় লাখে।।