১২ হরফ দিনে পাইছে, ১২ হরফ রাত্রে পায়।
নোক্তা ছাড়া ২৪ হরফ, চাইয়া দেখো কালেমায়।।
দিন বানাইতে ১২ ঘণ্টা, আর ১২ তে রাত
দিনের আলো রাতের কাছে, তাইতে হয় বায়াত,
আশেক রূপে দিন আশিলো, মাশুক রূপে চাঁদের আলো
পীর মুরীদের আভাস দিলো, চাঁদ সুরুজে দেখা যায়।।
লা-ইলাহা ইল্লালাতে, জাতে হয় ১২
মুহাম্মাদূর রাসুল আল্লাহ, সেফাত হয় ১২,
‘হু’ শব্দ মাঝখানে দিয়া, আল্লাহ রাসুল মিলন হইয়া
২৪ আঙ্গুল দম ধরিয়া, এক পথে আসে যায়।।
নাভী হইতে লা-ইলাহা, পৌঁছিয়া আখফাতে
এক নদীতে দুই রং পানি, রাসুল হয় সেফাতে,
৩০ হরফ পড়ো হাসান, ২৪ শে রয় মীমের নিশান
সেইখানে হয় আদান প্রদান, ভেদ জানে ইশ্রাইল শাহ।।