ভবঘুরেকথা
সাধক কবি রামপ্রসাদ সেন

(খাম্বাজ-তেওট)
চিকন-কালরূপা সুন্দরী
ত্রিপুরারি-হৃদে বিহরে।
অরুণ-কমলদল, বিমল-চরণতল
হিমকর-নিকর রাজিত নখরে॥

বামা অট্ট অট্ট হাসে, তিমির-কলাপ নাশে,
ভাষে সুধা অমিত ক্ষরে।
ভ্রমে কোকনদদল, মধুকর চঞ্চল,
লঘুগতি পতিত যুবতী-অধরে॥

সহজে নবীনা ক্ষীণা, মোহিনী বসনহীনা,
কি কঠিনা দয়া না করে।
চঞ্চলাপাঙ্গ প্রাণহর, বরষিত শরখর
কত শত শত রে॥

কহে রামপ্রসাদ কবি, অসিত মায়ের ছবি,
ভাবি ভাবি নয়ন ঝরে।
ও পদ-পঙ্কজ-পল্লবে বিহরতু
মামক মানস আশ ধরে॥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!