(তাল–গরখেমটা)
চিত্ত পত্র লিখে পাঠাও দেখি শ্রীগুরুর কাছে।
লিখ বিনয় পূর্বক, চির সেবক, গুরু ধন তোমারই কি প্রাণ বাঁচে।।
নয়ন জলে বানায়ে কালী, মনপাখি পাখারূপ কলম করে লও তুলি।
লিখে পাঠাও মনের কালী, যাতে তোর অন্তরের কালী ঘুচে।।
শ্রীপাদপদ্মে এই নিবেদন, কোন দিন যেন তলব চিঠি পাঠায় সে শমন;
সেই চিঠি করিতে বারণ, গুরুধন তোমার বই আর কে আছে।।
শ্রীচরণে এই প্রার্থনা, জন্ম মৃত্যু জরা ব্যাধি বিধির ঘটনা;
অন্তরে মর এই বাসনা, যাতে সেই বিধির লিখন যায় মুছে।।
যে দিন পদে শরণ ল’য়েছি, সেই দিন হতে এ জীবনে মঙ্গলে আছি;
একবার দেখা পেলে প্রাণ বাঁচে, অধীনের নিবেদন পদে যাচে।।
গোঁসাই তারকচাঁদের এই অভিলাষ, অশ্বিনী তোর মানব দেহ ক’রব আমি খাস;
এবার মন দিয়ে হ’গে গুরুর দাস, স্বামী মহানন্দ সহায় আছে।