চিত্ত যায় জ্বলিয়া গো
গেল রোধে কি স্বপন দেখাইয়া
আমার প্রাণ রাই রাই বলিয়া
জয়রাধা শ্ৰী রাধা বলে বুক ভেসে যায় নয়ন জলে
আর চিত্তের অনল কে দিল জ্বালাইয়া
ও রাধায় কয় কথা হাসিয়া
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমার সুন্দর মূর্তি কে নিল হরিয়া।
চিত্ত যায় জ্বলিয়া গো
গেল রোধে কি স্বপন দেখাইয়া
আমার প্রাণ রাই রাই বলিয়া
জয়রাধা শ্ৰী রাধা বলে বুক ভেসে যায় নয়ন জলে
আর চিত্তের অনল কে দিল জ্বালাইয়া
ও রাধায় কয় কথা হাসিয়া
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমার সুন্দর মূর্তি কে নিল হরিয়া।