ও মন- চিনবে তারে কেমন করে
তার সনে তোর উঠা-পড়া, দেখলেনা তুই নয়ন ভরে।।
চিনতে যদি মনে ধরে, নিজ মূর্তি লও ধ্যান কর
যারে চিনবে সে তোর ঘরে, ত্রিবেনিতে নড়ে চড়ে।।
দেখছনি তার রং ছুরত, অবিকল তোমারই মত
সংসার জুড়ে দেখলে যত, তোর মত আর দেখছ কারে।।
তুমি চল যত দেশে, সেও তো চলে তুমার বেশে
তুই হাসলে সেও যে হাসে, কাঁদিলে তোর অশ্রূ ঝরে।।
তোর ক্ষুধায় সে খেতে চায়,।ঘুমাইলে সে যায় তন্দ্রায়
তোর কানে সে শুনিয়ে যায়, তোর মুখে তার বাক্য সরে।।
ধান্ধাবাজি ধান্ধার ঘর, জালাল পাগলার কথা ধর
খোদ খোদাজেনে ঠিক কর, কেবা জন্মে কেবা মরে।।