(তাল-খেম্টা)
চিনিয়ে সদ গুরু কে ধর
উচ্চ কুলের গুরু ধরলে কেমনে হবি পার।
তারা জাতির গৌরব নিয়ে চলে
চায় না শিস্য তরাবার।।
১। গুরুর কাছে উচ্চ নীচ, ভিন্ন জাতি নাই,
(যেমন) সর্ব্বজীবকে সমজ্ঞানে, নাম দিয়ে করবেন উদ্ধার।।
২। গুরু শিষ্য একই আত্মা, পিতা পুত্রের ভাব,
তার বিতরে দেখরে ভাই দ্বিথীয় স্বভাব।
তারা নীচ বলে ঘৃণার ছলে, ছোঁয়না ভারি অহঙ্কার।।
৩। ও দুষ্ট মন তোরে কই গুণ, ব্রাহ্মণ বল কাকে
ব্রহ্ম জানাইতে ব্রাহ্মণ শাস্ত্রনে দেখে।
কেবল দ্বিজ দেখলে ভক্তির উদয়,
ভক্তি নাই অন্য জাতির উপর।।
৪। আদিত্য কয় বলি তোমায় শুনে নাও এবার,
দিনে দিনে সাধন বিনে দিন হতেছে পার।
হরি গোসাইর বচন, দীনা দুর্জ্জন,
জানিয়ে সদ্ গুরু ধর।।
……………………………….
লোকশিক্ষা
রাগিনী-লম্পট