ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

চিনি হওয়া মজা কি খাওয়া মজা
দেখ দেখি মন কোনটা সোজা
সালেক্য সামীপ্য ষাষ্টি
সারুপ্য মূক্তি আদি
বলেছে যা;
এসব মুক্তি সেধে সেও তো
হয়ে রয় যমের প্রজা।।

নিরবান মুক্তি সাধে যত
লয় হয় পশুর মত
কেমনে মুক্তি মজা;
কি করে তাতে যায়
দুঃখ সুখ বোঝা।।

সমঝে ভবে কর সাধন
যাতে মেলে গুরুর চরন
অটল ধজা
সিরাজ সাঁই কয় কারন;
শোনরে লালন
ছাড় সাধের জল সেচা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!