চিনে নে রে মন ভোলা, খোদারূপে খোদাতালা
সেরূপ দেখেছিল মুনছুর হাল্লাজ তাইতে বলে আমি আল্লা।।
আমি আমি সবাই বলে, কেউ বলে না জিজ্ঞাসিলে
আমি বলা দলিলেতে, শেরেক হয়েছে, জাহের বাতেন শেরেক ছাড়
নফিএন নফি কর, তবে হবে আপন খবর, হাছেল হবে ফানা ফিল্লা।।
কেবা আমার আমি বা কার, কাকে বলি আমার আমার,
যেরূপ আকার, সেরূপ প্রকার, আমি শব্দ নহে আমার
লা-শরিক সাই একেলা, সেই হুকুম দেয় আমি হেল্লা,
হকিকতে সে ভেদ খোলা, কম-বে-এজনে বা এজনে আল্লা।
ফানা-ফি-শ্বেখ ফানা বাকা, ফানা ফি রসূল ফানা ফিল্লা
শোনরে আহছান বুদ্ধিনাশা, আসলে চাষা, আল্লা কুল্লো সাঁইন কাদির
তুমি ছামি তুমি বছির, তুমি মোহিত জগত আলা।।