ভবঘুরেকথা
সাধক কবি রামপ্রসাদ সেন

চিন্তাময়ী তারা তুমি
আমার চিন্তা করেছ কি,
নামে জগৎ চিন্তা-হরা তুমি
কিন্তু কাজে তেমন কই মা দেখি,
চিন্তাময়ী তারা তুমি, মা।

প্রভাতে দাও অর্থ-চিন্তা
মধ্যাহ্নে দাও জঠর-চিন্তা,
শয়নে দাও অলস চিন্তা
বল মা তোমায় কখন ডাকি।
নামে জগৎ চিন্তা-হরা তুমি
কিন্তু কাজে তেমন কই মা দেখি,
চিন্তাময়ী তারা তুমি, মা।

দিয়েছ এক মায়া-চিন্তে
সদাই করি তাই চিন্তে,
না পারিলাম তোমায় চিন্তে
চিন্তা- কূপে ডুবে থাকি।
তুই গো পাষাণী মেয়ে, মা –
পরম-চিন্তামণি পেয়ে,
রহিলি পাষাণ হয়ে,
রামপ্রসাদকে দিয়ে ফাঁকি।
নামে জগৎ চিন্তা-হরা তুমি
কিন্তু কাজে তেমন কই মা দেখি,
চিন্তাময়ী তারা তুমি, মা।
[শ্যামা সংগীত]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!