চিরকালের আমি আছি স্বামীর পরাধীন
আমার স্বামী হয় না গৃহ শূন্য
আমি হই না স্বামীহীন।।
ওই আকাশ অসীমের দেশ যে অনন্ত ধাম
তারার
প্রতিবেশি হয়ে সেই দেশে ছিলাম;
আবার তার ইচ্ছায় এই দেশে এলাম
থাকতে হবে কয়েকদিন।।
আশি লক্ষের ঘূর্ণি পাকে ঘুরি দিন রাত্রি
আমার যেমন আসা তেমনি যাওয়া অসীমের যাত্রী;
দেখি আমার মতো কতো যাত্রী
ছুটছে পথ বিরামবিহীন।।
বিরামহারা নতীর ধারা দুই কূলে আঁটা
সাগরের সন্ধানে তাই তার নামা আর ওঠা;
নদীর শেষ হইবে জোয়ার ভাঁটা
সাগরে মিলিবে যেদিন।।
পাগল বিজয় বলে, আর কতো কাল ঘুরবো অনিত্য
কোন খানে এই পথের শেষ ভেবে চঞ্চল এ চিত্ত;
কবে ঘুচবে আমার আমিত্ব
স্বামীর পদে হবো লীন।।