নূরে চৌদ্দ ভুবন আলো।
ঐ নূর, ক্ষণে সাদা, ক্ষণে কালো।।
নিত্য নেয় সে লীলার দেশে, সদাশয় অনিত্য হাসে
নিরানন্দ ভাব বিকাশে, যেনো সদায় টলোমল।।
প্রেম বানে অখণ্ড সত্য, সাধকে পায় নিগুঢ় তত্ত্ব
ঝলক দেয় সে নূরের বৃত্ত, করে দিপ্তকারে আলো।।
করণ সাধুর বরণ মালা, যে পাইলো তার নিষেধ বলা
রতি মতির উর্দে চলা, যে জন বর্তমান দেখিলো।।
নূরে দেয় নূরের পাহারা, সিদ্ধ পুরুষ দেখলো তারা
৭২ হাজারে ঘেরা, হাসান দেখছোনি তাই বলো।।