ছার মানে মজে কৃষ্ণধনকে চেনো না
ছার মানে মজে কৃষ্ণধনকে চেনো না।
থাক থাক ওগো প্যারী দুদিন বৈ যাবে জানা।।
কৃষ্টেরে কাঁদালে তুমি যত
সে তোমায় কাঁদাবে তত,
চিরদিন তো প্রচলিত
আছে কিনা।।
যখন বলবে কোথা হরি
এনে দে গো সহচরি,
এখন যে সাধিলাম হরি
তা কি মনে জান না।।
বারাবারি হলে ক্রমে
কুঘটিত আট নাই কর্মে,
লালন কয় পয় পাষাণ ঘামে
শুনে বিন্দার বন্দনা।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….