(রাগিণী ভূপালী-তাল ঠুংরী)
ছাড় মন কুজন সঙ্গ রঙ্গ।
দিবা নিশি ভাবে বসি কর শ্রীপদ প্রসঙ্গ।।
ছাড় মন কুবাসনা, কর গুরু উপাসনা,
যোগেতে করে সংযোগ, ধর বিবেক করঙ্গ।।
থাকিয়ে তাকে তাকে, ভক্তিপ্রেম অনুরাগে,
ফাঁদ পাতিয়ে ধর তাঁকে, করো না রতি ভঙ্গ।।
যে নাড়ী কেটেছে তোর, সে নাড়ীতে মন চোর,
লাগায়ে ভকতি ডোর, জাগাও ত্রিভঙ্গ।।
ধরিতে মনোমোহন, কর মন আয়োজন,
কহিছে মনোমোহন, ছাড় কুসঙ্গ রঙ্গ।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত