ভবঘুরেকথা

জগতে তুমি রাজা, অসীম প্রতাপ-
হৃদয়ে তুমি হৃদয়নাথ হৃদয়হরণরূপে ॥

নীলাম্বর জ্যোতিখচিত চরণপ্রান্তে প্রসারিত,
ফিরে সভয়ে নিয়মপথে অনন্তলোক ॥

নিভৃতে হৃদয়মাঝে কিবা প্রসন্ন মুখচ্ছবি
প্রেমপরিপূর্ণ মধুর ভাতি।
ভকতহৃদয়ে তব করুণারস সতত বহে,
দীনজনে সতত করো অভয় দান ॥

…………………….
রাগ: কানাড়া
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1294
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!