জগৎকে প্রেম কর এবার
না করলে প্রেম কোন জনম, কুল পাবেনা আর।
ভাইরে নিজকে যেমন ভালবাস, তেমনি ভাল বাস পর।।
১। হিন্দু খৃষ্টান, আর মুসলামান, ব্রাহ্মণ প্রভৃতি,
(ধর্ম্ম) অবলম্বি বর্ণ হিংসা করনা অতি।
ভাইরে লোক দেখে তায়, জাতির নির্ণয়,
করার সাধ্য নাই তাহার।।
২। (কোন) মুচিকে দেখে ব্রাহ্মণ অনুমান করা হয়,
(আবার) ব্রাহ্মণ দেখে নিকৃষ্ট জাতি অনুমান হয়।
যখন পরিচয় হয় হেন সময়, অবিশ্বাস হয় তার উপর।।
৩। যে মুচিকে দ্বিজ ভ্রম হইয়াছিল,
তখনে তার প্রতি ঘৃণা আপনি আসিল।
যাকে অপছন্দ হয়ে ছিল, দ্বিজ শুনে ভক্তি অপার।।
৪। এই ভ্রান্তি দুর কর গিয়ে, ওরে পাষাণ মন,
সর্ব্ব জীবে সম জ্ঞান, রেখ সর্ব্বক্ষণ।
তবে জগৎকে প্রেম করা হবে, গুরুবৈ জানবি না আর।।
৫। সর্ব্ব জীব ইশ্বরের সন্তান, এক ভাই সবাকার,
শান্ত্রে পাওয়া যায় সিদ্ধান্ত, ব্যাক্ত চরাচর।
ভাইরে এক ভিন্ন দ্বিতীয় নাস্তি, জ্ঞান করিও অনিবার।।
৬। উচ্চ বাচ্য জাতিভেদ, করিও না ভাই,
জাতিভেদ মহাপাপ বলে, প্রমানেতে পাই।
শুধু একই পিতার সন্তান হয়ে,
ভাই ভাই বিরোধের সঞ্চার।।
৭। জাতি হিংসায় এ দুনিয়ায় গেল রসাতল,
ছেড়ে দেও সব, হিংসা গৌরব, মনেরি গরল।
করে জগৎকে প্রেম, দীনা অধম,
আগম নিগম সাধন কর।।
……………………………….
লোক শিক্ষা
রাগিনী-লম্পট