(তাল – গড়খেমটা)
জগৎ পাগল করতে পাগল এল পাগল হরিচাঁদ।
পাগলে পাগল করে পাতিয়া প্রেমের ফাঁদ।।
পাগলে পাগলের মেলা, হতেছে পাগলের খেলা,
সহজ পাগল হরিচাঁদ মোর নিশরিকালা,
ও তার করণ ধারী, নির্ব্বিকারী, মত্ত পাগল গোলোকচাঁদ।।
সেই ফাঁদে বেঁধে হীরামণ, দশরথ মৃত্যুঞ্জয় লোচন,
পাগল হল সর্ব্বস্বধন, দিয়া বিসর্জ্জন,
পাগল মহানন্দ, তারকচন্দ্র, আর এক পাগল বদনচাঁদ।।
জুটে সব ভাবের পাগল, প্রেমরসে হল বিভোল,
পুরুষ নারী করল পাগল, বলে হরিবোল,
লয়ে পাগল সবায়, ষোলকলায় ওড়াকান্দি পূর্ণচাঁদ।।
শুনে পাগলের হুঙ্কার, নাচে ঐ পাগল দিগম্বর,
মিলেছে পাগলের মেলা, আনন্দ অপার,
জীবের শঙ্কা গেল, হরিবল পারের কর্ত্তা পাগলচাঁদ।।
নিলে সেই পাগলের সঙ্গ, উঠবে তোর প্রেমতরঙ্গ,
তালে তালে নাচবেরে মন, মত্ত মাতঙ্গ;
অশ্বিনীর জুড়াবে অঙ্গ, ডেকে বলে তারকচাঁদ।।