জন্মের মত দিয়া ফাঁকি উড়ে গেল রাধাপাখী।।
সুবল রে–কলসী লইয়া কাঁখে আড় নয়নে ঘোমটা টেনে
জল আনতে যায় বিধুমুখী
আশার আশে আর কত দিন পন্থপানে চেয়ে থাকি।
সুবল রে–লোকেরে না মুখ দেখাবো যমুনাতে প্ৰাণ তেজিবো
রাখবো না আর এ ছাড় জীবন।
পাখীর লাগি কানতে কানতে দেহ মাত্র আছে বাকী।
সুবল রে–ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
সে জ্বালা না যায় সহন দরশন না হইল
কেমনে প্ৰাণ বুঝাইয়া রাখি।