জলধারা দেও গো সখী মাথে
কর্মদোষে পাইলাম না গো শ্ৰী জগন্নাথে।
জলের ছলে কলসী কাখে গেলাম যমুনাতে
একা পাইয়াও পাইলাম না গো আপন কর্ম দোষেতে
জল ঢালিয়া আবার গেলাম যমুনারই ঘাটতে
চউখে দেখি প্ৰাণনাথে পাই না হাতের কাছেতে।
পাইয়া তারে পাইলাম না গো আপন করম দোষেতে
কপাল দোষে অইছি দোষী ঠাটা পাইলো মাথাতে।
ভাইবে রাধারমণ বলে আঘাত করি মাথাতে
পাইয়া বন্ধু পাইলাম না গো আপন করম দোষেতে।