ছিদ্র কলসি লইয়া আইলাম জলের ঘাটে সইলো
বারি পূর্ণ কেমনে যাই ঘরে।।
সইলো
সবাই পারে পিছলা পথে, জল লইয়া যাইতে ঘরেতে
কুলমান আর পূন্যবানের তরে,
(আমার) বদি ছাড়া নাই যে নেকী, আমি কেমনে যাইব সখী
(ও আমার) জল থাকে না কলসির ভিতরে।।
সইলো
সবে বুঝি পাইলো রক্ষা, একা আমার প্রেম পরীক্ষা
আমি রাধা অসতী সংসারে,
আমি নয়ন জলে ভাসি, তোরা করিস হাসাহাসি
(আমি) বিরহিনী প্রেম যমুনার পাড়ে।।
সখীগো
আমি যারে ভালোবাসি, সে যদি করেনা দুষি
নিশ্চয় বন্ধু তরাইবে আমারে,
আমির উদ্দিন কুলনাশায়, কুল ছাড়লাম কুল পাইবার আশায়
(ও বন্ধুর) ভালবাসায় যদি দয়া করে।।