ভবঘুরেকথা

জাগে নাথ জোছনারাতে-
জাগো, রে অন্তর, জাগো ॥

তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে
নিমেষহারা আঁখিপাতে ॥

নীরব চন্দ্রমা নীরব তারা নীরব গীতরসে হল হারা-
জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে-
জাগে রে সুন্দর সাথে ॥

……………………..
রাগ: বেহাগ
তাল: ধামার
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!