জাত মারি রাখিয়াছে ঘরে গৌরচান গুণমণি
তুই আমার ছইছনা সজনী।
আমার বাতাস লাগিব যারো গায়
কুল যাবে কলঙ্ক হবে ঠেকবে বিষম দায়
ঘরে রইতে পারবে না গো হইয়া যাবে উদাসিনী।
আসিও না নিকটে পড়িবে সঙ্কটে
আমার মতো কলঙ্কিনী নাই গো এ জগতে
শ্ৰী রাধারমণ বলে চিত্তে জ্বলে আগুনি।