লাহুত নাসুদ মালকুত জবরুদ, আরওয়া বয় হাহুতে।
পঞ্চরূহু বিরাজ করে, জাত-সেফাত নফি এসবাদে।।
জামাদি নাবাদি জানি, হাওয়ানী আরো ইনসানী
রূহুল কুদসী হয় জীসমানী, যার অংশ হয় পাক জাতে।।
খোদার কায়া ওরুজ মূলেতে, ইল্লালা আছে জাতে
লা-ই-লাহা ভিন্ন হলে, খুঁজলে কিছু নাই তাতে।।
খোদার কায়া আরশে আজীম, রুহুল কুদসী করে তাজিম
ভেদ ভাঙ্গিলে আলিফ লাম মীম, রং দেখিয়া যবরুতে।।
নিজে আল্লাহ কালেমা পড়ছে, রাসুল ঐটা স্বীকার করছে
হাসানে কয় পরে আছে, মানুষের কলবে।।