জানগে বরজোখ ভেদ পড়ে বেলায়েতে
অচিন কে চিনবি ঐ বরজোখ ধরে,
নবুয়তে সব অদেখা তপজপ
বেলায়েতে দীপ্তকার দেখ নজরে।।
বরজোখে যার নাই নিহার
আখেরে রূপ চিনবি কি তাঁর,
নবী সরওয়ার বলছেন বারংবার
প্রমাণ আছে তাঁর হাদিস মাঝারে।।
সেই প্রমাণ এখনে মানি
অদেখারে দেখে কেমনে চিনি,
যদি চেনা যায় তাঁর বিধি হয়
আলকজনকে সত্য বিস্বাস করে।।
নবুয়ত বেলায়েত কারে বলা যায়
যে ভজে মুর্শীদ সেই. জানতে পায়,
লালন ফকির কয়, আরেক ধাঁধা হয়
বস্তু বিনে নামে পেট কই ভরে।।