জানগে মানুষের করণ কিসে হয়।
ভুল না মন বৈদিক রাগের ভোলে
আগে অনুরাগের ঘরে বয়।।
ভাটির স্রোত যদি বয় উজান
তা কী হয় মানুষের করণ,
পরশন না হলেরে মন
দর্শনে কী হয়।।
টলমল করণ হয় যার
স্পর্শ গুণ কৈ মিলে তার,
গুরু শিষ্য যুগ যুগান্তর
ফাঁকে ফাঁকে রয়।।
লোহা সোনা হয় পরশে
যেমনি করণ তেমনি সে,
লালন বলে হলে দিশে
জ্বর জ্বালা যায়।।