ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

জানগে যা সেই রাগের করণ।
যাতে কৃষ্ণপ্রেম বরণ হলো
গৌরবরণ।।

শতকোটি গোপী সঙ্গে
কৃষ্ণপ্রেম রসরঙ্গে
সে যে টলের কার্য নয়;
অটল না বলয়
সে আর কেমন।।

রাধাতে যে ভাব কৃষ্ণ
জানে না তা গোপীগণ
সে ভাব না জেনে;
সে সঙ্গ কেমনে
পাবে কোনজন।।

শম্ভুরসের উপাসনা
না জানিলে রসিক হয় না
লালন বলে সে যে;
নিগূঢ় করণ ব্রজে
অকৈতব ধন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!