জানবো এই পাপী হতে
জানবো এই পাপী হতে।
যদি এসেছো হে গৌর জীব ত্বরাতে।।
নদীয়া নগরে ছিলো যতোজন
সবারে বিলালে প্রেমরত্ন ধন,
আমি নরাধম, না জানি মরম
চাইলে না হে গৌর আমা পানেতে।।
তোমার সুপ্রেমেরই হাওয়ায়
কাষ্ঠের পুতুল নলিন হয়,
আমি দীনহীন, ভজনবিহীন
অপার হয়ে পড়ে আছি কূপেতে।।
মলয় পর্বতের উপর
যতো বৃক্ষ সকলই হয় সার,
কেবল গেলো জানা, বাঁশে সার হয় না
লালন প’ল তেমনি প্রেমশূন্য চিতে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….