জানা উচিৎ বটে দুটি নূরের ভেদ-বিচার
জানা উচিৎ বটে দুটি নূরের ভেদ-বিচার।
নবীজি আর নিরূপ খোদা নূর সে কী প্রকার।।
নবীর যেন আকার ছিল
তাহাতে নূর চুয়ায় বলো,
নিরাকারে কী প্রকারে
নূর চুয়ায় খোদার।।
আকার বলিতে খোদা
শরায় নিষেধ আছে সদা,
আকার বিনে নূর চুয়ায়
প্রমাণ কী গো তার।।
জাত ইলাহি ছিল জুতে
কীরূপ সে এল ছিফাতে,
লালন বলে নূর চিনিলে
ঘোঁচে ঘোর আঁধার।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….